যশোরের শার্শা উপজেলার কাজীরবেড় গ্রাম থেকে আব্দুল্লাহ (২৬) নামের এক নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টার দিকে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়ির স্টিলের বাক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন।
যশোর সীমান্তে একটি আবেগঘন দৃশ্য সৃষ্টি হলো, যেখানে বাংলাদেশি মেয়ে মিতু মন্ডল শেষবারের মতো বাবার মরদেহ দেখতে পেলেন। ভারতের উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাশঘাটা গ্রামের জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পৌঁছতেই মিতুর কান্নার স্রোত থামেনি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ’র সমন্বয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করে সীমান্তের শূন্যরেখায় মরদেহ দেখানোর ব্যবস্থা করে। এ ঘটনায় কাঁটাতারের পেরিয়ে